Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ব্যানার-১
বিস্তারিত

এক নজরেঃ

  •  উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে 1983 সালে উপজেলা শিক্ষা অফিস নামে কার্যক্রম শুরু হয়। অবশ্য 1983 সালের পূর্বে থানা শিক্ষা অফিস নামে এ অফিসের কার্যক্রম চলমান ছিল।

ভিশন মিশনঃ

  • ভিশন: শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা ছিল ১ম পর্যায়ের ভিশন। পরবর্তীতে ভর্তিকৃত শিশুর মান সম্মত শিক্ষা প্রদান, নির্ধারিত সময়ে সমাপনী পরীক্ষা পাশ এবং ঝরেপড়ার হার শূণ্যের কোটায় নিয়ে আসাই মূল ভিশন।
  • মিশন: শতভাগ শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে সমাপনী পরীক্ষা পাশ  এবং ঝরেপড়ার হার শূণ্যের কোটায় আনয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, এলকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষা বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের সম্মিলিত প্রণোদিত কর্মকান্ডই এ মিশন কাজ করছে।