উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে 1983 সালে উপজেলা শিক্ষা অফিস নামে কার্যক্রম শুরু হয়। অবশ্য 1983 সালের পূর্বে থানা শিক্ষা অফিস নামে এ অফিসের কার্যক্রম চলমান ছিল।
ভিশনওমিশনঃ
ভিশন: শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা ছিল ১ম পর্যায়ের ভিশন। পরবর্তীতে ভর্তিকৃত শিশুর মান সম্মত শিক্ষা প্রদান, নির্ধারিত সময়ে সমাপনী পরীক্ষা পাশ এবং ঝরেপড়ার হার শূণ্যের কোটায় নিয়ে আসাই মূল ভিশন।
মিশন: শতভাগ শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে সমাপনী পরীক্ষা পাশ এবং ঝরেপড়ার হার শূণ্যের কোটায় আনয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, এলকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষা বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের সম্মিলিত প্রণোদিত কর্মকান্ডই এ মিশন কাজ করছে।